পাকুটিয়া ইউনিয়নে উপর দিয়ে ধলেশ্বরী নদীর শাখা নদী প্রবাহিত। প্রতি বছর এই নদী ইউনিয়নের অসংখ্য বাড়ী ঘর কেরে নিয়ে যায়। ফলে নদী ভাংগনের কারনে বাড়ী ঘরসহ ফসলি জমির অনেক ক্ষতি গ্রস্থ হয়। বিশেষ করে পুখরিয়া,মানড়া,ঘাগড়া, সেওয়াইল,মাঝুটিয়ার মত গ্রামগুলো একেবারেই দংস প্রাপ্ত হয়। তাছাড়াও ইউনিয়নে অনেক ছোট বড় খাল আছে। সরকারের এই ইউনিয়নের প্রতি নদী ভাংগনদের সার্বিক সহযোগিতা করাউচিত।বিশেস করে উক্ত গ্রামগুলোর জন্য বাধ নির্মান করা খুবই জরুরী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS