Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পাকুটিয়া জমিদার বাড়ী
স্থান
পাকুটিয়া ইউনিয়নের সামনে অবস্থিত।এখানে রাত্রি তে থাকা খাওয়া সুব্রবস্থা আছে।পাকুটিয়া বি.সি.আর.জি.ডিগ্রী কলেজটি পাকুটিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জমিদার বাড়ীতে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
ঢাকা থেকে ঢাকাআরিচা রোডে কালামপুর স্ট্যান্ড হতে সাটুরিয়া হয়ে সোজা উত্তরে ১৫কি.মি এলেই পাকুটিয়া জমিদার বাড়ী ।এবং টাংগাইল শহর হতে দক্ষিনে দেলদুয়ার হয়ে লাউহািএবং লাউহাটি হতে পাকুটিয়া জমিদার বাড়ী।
বিস্তারিত

পাকুটিয়া বি.সি.আর.জি.ডিগ্রী কলেজটি পাকুটিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জমিদারবাড়ীতে অবস্থিত। কলেজ ভবন পুরাতন ১টি ২য় তলা। নতুন ভবন ২টি। এরএকটি ৪তলাএবং একটি ২য় তলা। তাছাড়া ছাত্রাবাস ১টিএবং ১টি ীশক্ষকদের বসবাসের জন্যরয়েছে।কলেজটিতে বিশাল বড়একটি মাঠ রহিয়াছে।এবংবিশাল বড় ২টি পুকুররহিয়াছে।যেহেতু কলেজটি জমিদার বাড়ীতে অবস্তিত সেহেতু কলেজটিসহ কলেজের জায়গাদেখতে পার্কের মত। এখানে প্রতিণয়ত চলচিত্রকাররা স্যুটিং করতে আসে। গতকিচুদিন পূর্বে পদ্মপাতার জল ছবিতে নায়ক ইমন  ও নায়িকা মীম স্যুটিং করেগেলেন। এছাড়াও অসংক্য নাটকের স্যুটিং হয়ে থাকে কলেজটিতে।শুধু তাই নয়কলেজটিতে দেশের বিভিন্ স্থান থেকে শিক্ষা সফরেও আসে।