পাকুটিয়া ইউনিয়নে কৃত্রিমপ্রজনন কেন্দ্র আছে। এবং ইউনিয়ন পরিষদে অফিসটি অবস্থিত। ডা: হিসেবে আছেন মো: নজরূল ইসলাম,মোবা: ০১৭১৫৬৯৯৩৬১। এখানে নিয়মিত গরুর বীজ দেওয়া হয়। এবং গরুর চিকিতসা করা হয়।
পাকুটিয়া ইউনিয়নের উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ফসল হচ্ছে ধান। ধানের পরেই মুলা এবং টমেটুর স্থান। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে তরমুজ, ক্ষীরা,শসা ইত্যাদি। এছাড়াও কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা (বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদি ফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনে, আদা ইত্যাদি মসলা জাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।
মামুদনগর ইউনিয়নে উৎপাদিত ফসলের মধ্যে সবচেয়ে বেশী ফলনশীল ও অর্থ উপার্জন হয় সেটি হল ধান। আমাদের ইউনিয়নে ধান বেশী উৎপাদন হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস